পারিজাত পাখির মতো এসেছিলে তুমি
ইচ্ছের রোম -গুলি তুলেছিল সারা ,
এক ঝাঁক সতেজ হাওয়া আচমকা যেন
শরীরে করেছিল আঘাত। মুহূর্ত মন-কারা -
ঝড়ও উঠেছিল , দিয়েছিল নাড়া ।
এই  দিন-টির জন্যই , আমি অপেক্ষায় ছিলাম হয়তো
ক্লান্তি শেষ আমার
আনন্দ নিয়েছিলাম বাঁচার
ঘুরতে ঘুরতে কত পথ করে অতিক্রম , আসতে-না নয়তো ,
আকস্মিক দেখা তোমার সাথে
রাখিনি কিছুই আমার হাতে
তাই যাও গো তুমি ফিরে - আমি থাকি পরে আমার ছোট্ট কুটিরে।।