এই তো আমার বাড়ি। আজ বহু বছর পর
আবার দাঁড়িয়ে বাড়ির দরজায়,
সেদিন আমেরিকা থেকে ছিলাম ইংল্যান্ড যাত্রায়
তাই তো হয়নি পাওয়া , বাবা -র মৃত্যুর খবর।
ছোটবেলা থেকেই আমি ছিলাম ভীষণ মেধাবী,
একের পর এক অতিক্রম করে , আজ আমি উন্নতির শিখরে,
বউ-দুই সন্তান, সুখী পরিবার। আমেরিকার বাসিন্দা প্রায় পচিশ বছর ধরে,
তবে জানি আমার ভাগ্য ভালো , মা-বাবা কেউ করেনি কখনো দাবি।
বাড়ির সামনেটা দাঁড়িয়ে উপভোগ করছিলাম ফেলে আসা সময় ,
হঠাৎ খেয়াল হলো, আমাকে ফ্যাল ফ্যাল চোঁখে দেখছে যতীন-
বললাম- কিরে তুই ! কেমন আছিস ? কি করছিস ? বলতো দেখা হয়নি কত দিন ?
হাত ধরে যতীন নিয়ে চললো ওর বাড়িতে। কাছেই বেশি দূরে নয়।
আমি আর যতীন একসাথেই পড়তাম, ও খুব ভালো ছিল পড়াশুনায়।
কত দিন পর আবার আমি ঢুকলাম ওর ঘরে ,
কাকু , কাকিমা, যতীনের বউ আর বোন একটু দূরে , আর মিষ্টি মেয়েটি খেলছিল মেঝের পরে,
কাকিমা দৌড়ে এসে জড়িয়ে ধরলো আমায়।-
যতীন কাকু-কে কাঁধে করে নিয়ে আসে আমার কাছে -
ক্রাচ আছে তবে বেশি ব্যবহার করতে দেয়না- পরে বুঝেছিলাম।
কিছুক্ষনের মধ্যে আবার পুরোনো দিনের মশগুলে ফিরে গিয়েছিলাম,
কি যেন এক আনন্দ ভরা বাড়িতে। কত প্রাণ ভরা আছে।
যতীন বল্লি-নাত কি করছিস , জিজ্ঞেস করেছিলাম একটু আলাদা করে।
-" ভাই তুই তো জানিস আমাকে উন্নতি করতে হলে একটু স্বার্থপর হতে হতো,
মা , বাবা, ভাই আর বোন কে ছেড়ে পারিনি ভাই  হতে বড়, তোর মতো,
এই গৃহ শিক্ষাকতা আর lic , ব্যস চলে যাচ্ছে ভালো-মন্দ করে।"- উত্তর দিয়েছিল যতীন।
হঠাৎ মা' র কথা মনে পড়ল , মা অনেক দিন থেকে রয়েছে মামার কাছে-
যতীন আমাকে উঠতে হবে-রে ভাই, আর দেরি নয় , আমার এক জায়গায় যাওয়ার আছে.।।