( অনেক দিন পরে সকল কে পেয়ে খুব আনন্দ হচ্ছে,
    আমি নিশ্চিত সকলের পূজো খুব আনন্দে কেটেছে।)--


পূজো শেষ,
শান্ত হয়েছে আমার পৃথিবী আলোড়ন করে,
স্বস্তির শ্বাস ঘিরেছিল ধরে নিভৃত অবসরে।
বেলা শেষ পাখির মতন ঘরে ফেরার তারা,
ব্যস্ত গোছাতে কাজ , কাজ নিয়েছিল যারা-
দীর্ঘ দিনের পরিশ্রুত সৃষ্টি, ভাঙছে এক আনমনা -
আমি দেখি তার ই চোখে ধরা আবারও নতুন রচনা।
ফিরে যাচ্ছে যে যার মতো আপন আপন দেশে-
তবু অদ্ভুত এক আনন্দ বাতাস দিচ্ছে দোলা এসে।
আবারও পুরোনো জীবন, সেই পুরানে ফিরে যাওয়া-
তবুও-তো আনন্দে ব্যাকূল পুরান নতুন করে পাওয়া।


আমিও এসেছে দেখ তোমাদের ই কাছে-তীরে--
যত দূরেই যাইনা কেন আসবো ফিরে-ফিরে ।।