শুভ- অশুভ ছিল সৃষ্টির আদি সুর।-
এক-সাথে তাদের আবির্ভাব-
অনেকাংশ অশুভ শক্তির জন্যে নির্দিষ্ট আর সুরক্ষিত।।
অমৃত নিয়ে লড়াই করেছিল সুর - অসুর।-
সম্পূর্ণ পৌঁছনোর অধিকার ও পায়নি আলো,  তাপ -
শুধু পৃথিবী নয়, সমগ্র ব্রভান্ড এই মায়াজালে অধিকৃত ।।
   শেষ করতে কি পেরেছো সমাজের ধর্ষণকারী ?
   সংস্কারের সুখে আত্ম-বিস্মৃত হতে পেরেছে নারী ?
    যেদিকে তাকাই, পাই লোভী দানবের নখ,
     চাঁদেরও গায়ে দেখেছি বিশাল ক্ষত-
    সভ্যতার শুরুতেও নারী চড়েছিল চড়া নিলামে,
    আজও আমরা দেখি নারীর মৃত্যু পনের নামে।
অন্যদিকে জ্ঞানের জোয়ারে নিত্য পৃথিবী এগোয়।-
বাতাস গুঞ্জরিত গুণী- মানুষের ভীড়ে-
সে রাজাও আছে- আমাদেরই মাঝে- জে ছড়িয়ে দিচ্ছে অমৃত দান।।
তাই প্রতি জীব , প্রতি জড় -এ অসুরের বাস, ছিল না সংশয়। -
আলো আর অন্ধকার ব্রভান্ড করেছিল গ্রাস সন্তপর্নে- ধীরে-ধীরে-
তাই হে বীর ,- তুমিও পারবেনা ছিনতে হেথা দানবের স্থান।।