"বাবু ,  আজ তুমি বললে ভালোবাসো আমায়
          আমি, যে তোমার হয়েছিলাম সেই ছোটবেলায়,
          মনে আছে, রাজা রানী খেলতাম আমরা কজন
          আমি হতাম দাসী, আর জায়গা-একটা ছোট্ট কোন-
          খুব ইচ্ছে করতো একবার রানী হয়ে তোমার সাথে
         আমার রাজ্যের অধিকার তুলি নিজের হাতে,
          তোমার সেবা করতাম, গায়ে শুধু আমার হাত-
         নিজের কক্ষ হতো, তুমি আর আমি সারা রাত।
বাবু,   'মা ' তোমার বাড়ি কাজ  করতো, আমার ভালোবাসা ছিল গোপনে।
         ডোবায় কাদা মেখে মাছ তুলে আনতাম তোমায় দেব বলে,
         তুমি জানো না আমিও ঘুমোইনি তোমার শরীর খারাপ হলে
        তোমার যেদিন বিয়ে-কেঁদেছিলাম সারা রাত, ওই আমাদের বনে।
        জানোতো, পরে খুব হেসেছিলাম আমার মতিভ্রমে -
        আমি ছোট জাতের মেয়ে তোমায় ভালোবাসি কেমনে ।
বাবু,  সেই তুমি বললে আজ- এ কেমন কাজ!
        বাবু আমার যে আসে লাজ --
        তোমার তো বৌ আছে-- আজ সব শেষে এসেছো আমার কাছে !
        জড়িয়ে ধরলে আমায়- বাবু ,এতো ভালোবাসো আমায় ?
        ঠোঁটের ছোঁয়া দিলে ঠোঁটের কোনায়
         সত্যি! এতো সুখ, হারিয়ে গেলাম আমি
বাবু,   তুমি বললে তমার অনেক অসুবিধে,  যাবে না থাকা-
         আমি ভালো জানি, তোমায় যাবে না রাখা।
বাবু,  তুমি জেনো, এই মেয়ে শুধু তোমার
          যখন যেখানে বলবে , আমি আসবো আবার
          আমি তোমাকে ....................... ভালোবাসি।। ''


  ( আমি যে প্রেম কাহিনী লিখি তা খুব কাছ থেকে দেখা, শোনা, পড়া ,
  এই কাহিনীও তার ব্যতিক্রম না, এই কাহিনী আমার খুব কাছের)