সমঝোতা করতে শিখে গিয়েছি আমি ,
ছোটবেলা থেকে ইচ্ছে-গুলোকে নির্মম ভাবে করেছি হত্যা।
নিজেকে একটা আদল দিয়েছি
সবার মধ্যে থেকেছি
বাইরে ছিটকে যায়নি উল্কার মত,-
অন্ধকারে হারাতে চেয়েছিলাম , শুধু আমি আর অন্ধকার।
মরু-প্রান্তরে একা দাঁড়িয়ে সূর্যকে ভক্ষণ করতে পারিনি ,
খুন করতে চেয়েছিলাম হিংস্র জন্তুকে
পারিনি।
হত্যা করেছি নিজের মধ্যে আরেক জনকে।
ভালো আমি,
মধ্যে থাকতে জানি।
সবার সাথে মিলে -মিশে এক হয়ে থাকতে পারি-
সমঝোতা করে নিয়েছি সেই আরেক জন-এর সাথে।।