বসন্ত তুমি এস সবার হয়ে
সেই ভাঙা ইট প্রাচীরের ঘর দিয়ে
মুখ বাড়িয়ে নগ্ন ছেলেটি খুঁজেছিল তোমায়।
দূর থেকে বসন্তের গান বাজছিল কানে,
জানেনা সে , তাই ওঁর চোখ খুঁজছিল তুমি দেখতে কেমন -
শুনেছিল তুমি দেখতে সুন্দর, তুমি অনন্য
কিন্তূ তুমি নও ওদের জন্য
চোখের গভীরে লুকিয়ে ছিল সে ভাষা।
কত প্রশ্ন হারাচ্ছিল ওঁর চোখের গভীরতায়।
করা যেন চেয়েছিল  সমান হয়ে এক হয়ে বাঁচবে,
আন্দোলন নাকি করেছিল ভাগ করে নেবে বলে,-
শূন্য সে সব জায়গা
অনেক চাকরি , কিন্তূ প্রিতিনিধি নেই।
বসন্ত তুমি মিষ্টি হাওয়া , জ্যোছনা রাত
ফুল আর ফলের গন্ধে ভরাও,
সবার কাছে তোমাকে বিছিয়ে দাও,
নগ্ন সেই ছেলেটির চোখেও তোমাকে দেখা দাও।।