জৈব , অনু-পরমাণু  এক হয়ে গঠন নিল এক -
নড়ে উঠলো হঠাৎ,
তাকালো অন্ধকার হতে,
তুমি বললে এটি সিস্টেম মাত্র--
আমি বললাম চেতনা আছে সর্বত্র।
তুমি বললে, কিছু হরমোন কিছু রসায়ন দায়ী,
আমি বললাম, অনেক হাসি আর অনেক দুঃখ আছে ভরা,--
তোমার জন্য জল দেখেছি সেই চোখে-
যে জলের সাথে ইচ্ছে ঝরেছিল প্রচুর ,
ভালোবাসা দেখেছি ওতে
উদ্বেলিত হতে দেখেছি প্রাণ।
তুমি বললে,- থেমে যাবে সব-
আর আমি দেখেছি স্বেচ্ছায় করতে শেষ সব।
তুমি বললে, শূন্য এ সকলি মাত্র --
তুমি কি শোনোনি, তোমায় ঘিরে শব্দ রয়েছে সর্বত্র।।