মাঠের পরে মাঠ, শুধু ধাানক্ষেত;
সোনালী আভা ছড়ায়, আমার বাংলাদেশ।
মাঠের পরে মাঠ, শুধু বীজতলা,
সবুজের সমারোহে সমৃদ্ধ, আমার বাংলাদেশ।


মাঠের পরে মাঠ, শুধু সর্ষে ক্ষেত;
হলুদের মেলা যেন, আমার বাংলাদেশ।
হলদে ফুলে মৌমাছি ঘুরে খুঁজে শুধু মধু,
ফুলেল সৌরভের মধুর ভান্ডার, আমার বাংলাদেশ।


মাঠের পরে মাঠ, শুধু সবজী ক্ষেত,
নানান রংয়ে মিলে মিশে, আমার বাংলাদেশ।
চারপাশে সবুজে ঘেরা মাঝে লালশাক,
জাতীয় পতাকার আবহে যেন আমার বাংলাদেশ।


নদী বয়ে চলে, শাখা-প্রশাখায়;
নদীর জালে জড়িয়ে আছে, আমার বাংলাদেশ।
কোথাও শান্ত, কোথাও খরস্রোতা;
মৃত কিংবা প্রাণবন্ত নদীমাতৃক, আমার বাংলাদেশ।


হাওর-বাঁওড়, খাল-বিল-দিঘি আরও কত কী!
মিঠাপানির আধার রূপে, আমার বাংলাদেশ।
জলে মৎস্য, পাড়েও সম্পদ আছে যে ভুরি ভুরি;
প্রকৃতির সাথে মিশে যাওয়া, আমার বাংলাদেশ।


কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সমতল;
ভূমি বৈচিত্র্যে ঘেরা অপরূপা, আমার বাংলাদেশ।
সারি সারি টিলা-পাহাড়, মাঝে গিরিখাত;
ঝর্ণায়, হ্রদের মেলায় বহমান, আমার বাংলাদেশ।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আগিউন উপ স্বাস্থ্য কেন্দ্র;
কাগাবলা, সদর, মৌলভীবাজার।
৩১ ডিসেম্বর ২০১৯।