একদা যেথা সবুজ গালিচায় বর্ণিল ছিলো,
বানের জল ঢুকে সেথা সব ভাসিয়ে দিলো।
বানে আর চোখের জলে মিশে একাকার,
সব হারিয়ে চলছে সেথায় যেন হাহাকার।
অসহায় নির্বাক, নির্বিকার বানভাসি প্রাণী,
বেঁচে ফিরে আসলেও গ্লানি টানবে জানি!


কতজন আসে যায়, কত রবি জ্বলে হায়!
সম্বল হারানো প্রাণীকূলে নেই তাতে দায়।
অজস্র আশ্বাসে ভরে, শুভ্র বিশ্বাসের তরে
খেয়ে না খেয়ে নিষ্পলক চেয়ে থাকে ঘরে।
শ্বাপদ সংকুল ঘৃণ্য সময়, পার করে চলে,
মন, মনন, চিন্তা-শৈলী কখনও ভাসে জলে।


বিত্তশালীর চিত্ত যেথা এগিয়ে যায় দুর্নিবার,
অসহায় প্রাণের নেইকো ভয় প্রাণ হারাবার।
হোক না গ্রাম কিংবা শহর, যেই ডুবেছে ঢলে,
দূরে না ঠেলে আপন ভেবে হাত বাড়িও কলে।
এখন যেথা সয়লাব আছে ভরা বানের জলে,
জাগবে সেথা আবার তবে প্রাণের কোলাহলে।


২৫ মে ২০২২ || দপুর ১.৩৫ টা