বুলেট শুধু ঝাঁঝরা করেনি, বঙ্গবন্ধুর বুক;
বিশ্বসভায় কলঙ্কিত করেছে, বাংলার মুখ।
বুলেট ছুড়ে তোমরা যারা, পেয়েছিলে সুখ;
মূলত বাড়িয়ে দিয়েছো বাংলামায়ের দুঃখ।
এখনো তাই বাঙালি খুঁজে শ্রেষ্ঠ সন্তানকে,
সপরিবারে সেদিন, নিঃশেষ করেছে যাকে।


বুলেট শুধু নিস্তব্ধ করেনি, একটি কণ্ঠস্বর;
উঁচু মাথাকে নিচু করেছে, হ্রাস হয়েছে দর।
বুলেটবিদ্ধ স্বপ্নদ্রষ্টা, লাঞ্চিত সোনার বাংলা;
লুটাতে স্বাধীনতা, ঘাতক করেছে হামলা।
বঙ্গবন্ধু মরলেও তাই আদর্শ তাঁর মরেনি;
ঘাতকরা জিতলেও ইতিহাস ক্ষমা করেনি।


১৫ আগস্ট ২০২০ || সন্ধ্যা ৭.২০ টা