রাত্রি শেষে দিন আসে,
সূর্য ডুবলে চাঁদ;
মানুষ তবু কেন পাতে -
অন্যের জন্য ফাঁদ?


দুঃখ শেষে সুখ আসে,
জোয়ার গেলে ভাটা;
কষ্ট করলে কেষ্ট মিলে,
না হলে কপাল ফাটা।


আঁধার কেটে আলো আসে,
অভাব ঘুছলে ধনী তা;
কথায় কাজে তবু কেন,
মানুষের এত দীনতা?


রাত  ৮.৫৫ টা; ২৭/১১/২০১৮।
বড়লেখা।