"মনে থাকবে তো?
মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা- সবই ছিল বন্ধ;
অথচ এ নিয়ে বাঁধেনি কোনোরূপ জাতিগত দ্বন্দ্ব।"


হ্যাঁ, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এমনই পরিস্থিতি তৈরি করেছে বিশ্বজুড়ে। আর করোনা প্রেক্ষাপটে লেখা ৭২ টা কবিতা নিয়ে মলাটবন্দী দীদার মাসুদ এর প্রথম একক কাব্যগ্রন্থ "করোনাকাব্য"। স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাচিত্র এর সহযোগী প্রতিষ্ঠান ভাষালিপি থেকে বইটি প্রকাশিত হয়েছে।


কবিতাপ্রেমী পাঠকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে "করোনাকাব্য" ঘিরে।


তরুণ কথাসাহিত্যিক তৌফিক মিথুন বলেন, "দীদার মাসুদ বহুমুখী প্রতিভার একজন মানুষ। পেশাগত জীবনে চিকিৎসক হলেও গল্প কিংবা কবিতায় তিনি সমানভাবে দেখিয়েছেন তার পারদর্শীতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া গল্প কবিতাগুলোই বলে দেয়, তার গ্রহণযোগ্যতা।"


আশা করি বইটি পাঠককে নিরাশ করবে না।


বইয়ের নাম : করোনাকাব্য
রচয়িতা : দীদার মাসুদ
প্রচ্ছদ : স্বপ্নীল ভট্টাচার্য
প্রকাশক: খন্দকার রাশেদুল ইসলাম
প্রকাশনা : ভাষালিপি
পরিবেশক: ভাষাচিত্র
মলাট মূল্য : ২১৫ টাকা।
বইমেলায় ছাড়কৃত মূল্য : ১৬০ টাকা।


বইমেলা ২০২২ এ প্রাপ্তিস্থান: ভাষাচিত্র স্টল নম্বর- ৩৮১,৩৮২,৩৮৩,৩৮৪


এছাড়া বইটি অনলাইনে রকমারিতেও পাওয়া যাচ্ছে।


রকমারিতে অর্ডার লিংক:
https://www.rokomari.com/book/227263/coronakabya#review


ধন্যবাদ ও কৃতজ্ঞতাসহ----
দীদার মাসুদ
বড়লেখা, মৌলভীবাজার।
মুঠোফোন : ০১৯১১-৫৭০২৩৯
ইমেইল : didarmph@gmail.com