হারিয়ে  গেছে সব কবিতার ছন্দ ,
হয় না লিখা তাই ভাল কিংবা মন্দ।


ভাবি বসে, লিখবো সব সময়ের গল্প,
মগজের গভীরতা খুলে  দিয়ে  অল্প।


দিন কাটে রাত যায় হয় না তো লিখন,
চক্ষু পাতায় সে ভাবনা হয় না মিলন।


স্বপ্নরা ডানা মেলে উড়ে শুধু আকাশে,
অধরা ভেসে বেড়ায় চারপাশে বাতাসে।


ছোট বড় কল্পকথা বাঁধে বাসা অন্তরে,
তবু খুঁজে হয়রান ভাষাহীন প্রান্তরে।


দিবারাত্রি ভেবে ভেবে কেটে যায় বেলা,
সময়ের বেড়াজালে চলে মোর খেলা।


ভাল-মন্দের দ্বন্দ্ব চলে মনের গহীনে,
মন্দকে দূরে ঠেলে ভাল জড়ি যতনে।


সত্য আর মিথ্যা, সদা করে যুদ্ধ;
সত্যের জয়ে তাই করি আত্মা শুদ্ধ।


****************************
০১ ফেব্রুয়ারী ২০১৯, ভোর ৪.৫০ টা;
আন্তঃনগর ট্রেন উদয়ন, লাকসাম, কুমিল্লা।