রমজানের কোনো শুক্রবারে, জুমার সালাত শেষে
ফিরবো যখন বাড়ি;
আজরাইলকে দিয়ে পাঠিও আল্লাহ,
আমার যমের গাড়ি।


ধুয়ে মুছে পাপ, করে দিও সাফ
দিও তাওবার সুযোগ;
অগুনিত নিয়ামত, তোমারই রহমতে
কত যে করেছি ভোগ।


বায়তুল্লাহ খ্যাত 'কাবা' যেন
করিতে পারি তাওয়াফ মরনেরও আগে;
তোমারই হাবিব, নবীজির রওজা মোবারক
জিয়ারতের সুযোগও যেন জুটে মোর ভাগে!


অন্যায়-অবিচার-জুলুম, জ্ঞাতে-অজ্ঞাতে,
যদিও করি কারো প্রতি;
হে মহান প্রভু! তাদের মনে ক্ষমা জাগিও
আমায় করিতে ক্ষমা, ত্বরা অতি!


রাখিওনা আমায় ঋণী করিয়া, সংসার ভবে
তুমি ছাড়া খোদা কারো কাছে;
ঋণের বোঝা নিয়ে, যাই যদি পরপারে
দোজখের অনলে জ্বলিবো যে পাছে!


যার যা হক, পাওনা আমার কাছে
সঠিকভাবে যেন পারি বন্টণ করিতে;
মৃত্যুর পরে যেন কেউ আমায়
অভিশাপ নাহি পারে দিতে।


বন্ধু-বান্ধব আর শুভাকাঙ্ক্ষী আছে যত
সুখে কিংবা দুঃখে, পাশে আসে যারা;
আমার মৃত্যুর পরেও বেঁচে থাকে যদি
সন্তান-স্বজনের দেখা-শুনা করে যেন তারা।


জায়া-কন্যা-স্বজন, আছে যারাই আপন
সকলেই যেন থাকে নিরাপদে;
আপদে- বিপদে কিংবা বালা-মুসিবতে
খামছে যেন না ধরে, কোন হিংস্র শ্বাপদে!


মৃত্যুর সময় এমন সম্পদ না থাকে যেন
যা নিয়ে সন্তান-স্বজনে, হবে ঝগড়াঝাঁটি অতি;
মা-বাবার পদতলে কবরে শুয়ে শুনি যেন
অদূরের মসজিদের আজান, এটাই মিনতি!!


রাজনগর || ২৩ ফেব্রুয়ারি ২০২০ || সকাল ৯.১৫ টা।