বৈশাখের রুদ্ররূপ ঝড়ো হাওয়ার টানে
খুঁজি বাংলার রূপ উতাল পাতাল বানে।


জৈষ্ঠ্যের মধুমাখা ফল-ফলাদির ঘ্রাণে
খুঁজি বাংলার রূপ জোয়ার উঠে প্রাণে।


আষাঢ়ের ঘনঘোর বর্ষায় প্রকৃতির বুকে
খুঁজি বাংলার রূপ কাটে সময় মহাসুখে।


শ্রাবণের মেঘের সাথে চলে কত কথা
খুঁজি বাংলার রূপ ভুলিতে শত ব্যথা।


ভাদ্রের তাল পাকা গরমে ওষ্ঠাগত প্রাণ
খুঁজি বাংলার রূপ চেয়ে চিন্তে পরিত্রাণ।


আশ্বিনের শরৎ শোভা কাশফুলের বনে
খুঁজি বাংলার রূপ পেঁজা মেঘের সনে।


কার্তিকের নবান্ন উৎসবে মাতোয়ারা দেশ
খুঁজি বাংলার রূপ ধরিয়া রাখিতে রেশ।


অগ্রহায়ণের সোনাঝরা ফসলের মাঠে
খুঁজি বাংলার রূপ সময় আমার কাটে।


পৌষের কুয়াশা ঘেরা মেঠো আল পথে
খুঁজি বাংলার রূপ চড়তে হয় না রথে।


মাঘের হাড়কাঁপানো স্নিগ্ধ সকাল বেলা
খুঁজি বাংলার রূপ করি না কভু হেলা।


ফাল্গুনের আগুন ঝরা কৃষ্ণচুড়ার শাখে
খুঁজি বাংলার রূপ ঘুরি প্রকৃতির বাঁকে।


চৈত্রের কাঠফাটা রোদে ক্লান্ত দুপুর বেলা
খুঁজি বাংলার রূপ ভাসিয়ে মনের ভেলা।
_________________________
২০ নভেম্বর ২০২১ || সকাল ৭.০০ টা।