আমি তো লিখেছি,
কেউই পড়েনি,
তাতে কী?


আমি তো লিখেছি,
পত্রিকা ছাপেনি,
তাতে কী?


আমি তো লিখেছি,
কেউই ভাবেনি,
তাতে কী?


আমি তো লিখেছি,
সমাজ দেখেনি,
তাতে কী?


আমি তো লিখেছি,
প্রকাশক ছাপেনি,
তাতে কী?


আমার লেখায়-
খোরাক জোগায়।
মনকে ভাবায়,
আবার হাসায়।
কখনো কাঁদায়,
দুঃখ তাড়ায়।
দৃষ্টি খোলায়,
তুষ্টি মেলায়।


তাইতো লেখি,
স্বপ্ন যা দেখি।
শূন্যে আঁকি,
দিইনা ফাঁকি।
উড়ো পাখি,
খাঁচায় রাখি।
শাক দিয়ে তাই মাছকে ঢাকি!!
বহতা জীবনের কত কী বাকি!!
__________________
২০ মে ২০২১; দুপুর ২.৫০ টা।