পুড়ছে মসজিদ, পুড়ছে মানুষ-
ধ্বংস মানবতা!
জ্বললে আগুন, জ্বললে বারুদ -
কাদের সফলতা?


ভাঙছে গাড়ি, ভাঙছে বাড়ি -
নষ্ট ইন্দনদাতা!
কাঁদছে নারী, কাঁদছে শিশু -
ভ্রষ্ট মদদদাতা।


কোথায় শান্তি? কোথায় আস্থা?
নেইকো আলোকচ্ছটা!
কোথায় বিশ্বাস? কোথায় নিঃশ্বাস?
সবকিছুরই ভাটা!


ছিন্ন বাঁধন, ছিন্ন পাঁজর -
সবখানেই ব্যথা ;
চলছে লুট, ধরছে টুট-
রাখছেনাতো কথা।


বাড়ছে ত্রাস, বাড়ছে দাঙ্গা -
কোথায় শান্তিদাতা?
ঝরছে রক্ত, ঝরছে অশ্রু -
নিশ্চুপ ত্রাণকর্তা!


সুখ কেড়েছে, হাসি থেমেছে -
নেইকো উচ্ছলতা!
মোদির শাসনে, অমিত তোষণে-
লুণ্ঠিত মানবতা।
________________________
বড়লেখা || ২৭ ফেব্রুয়ারি ২০২০ || বিকাল ৪.৫০ টা।