আমার অনেক দিনের শখ, মেঘের পাহাড় কেনার।
কিন্তু,
বিক্রেতার সন্ধান পাওয়ার আগেই
মেঘমালা আর্তনাদ করতে করতে
বৃষ্টিরূপে নিমিষেই হারিয়ে যায়।
যেমন করে অশ্রুসজল নেত্রে বিলীন হয়ে যায় অস্ফুট নানা দুঃখ-গাঁথা।


মেঘ তার রঙ বদলায়, রূপ বদলায় মূহুর্তেই,
যেমন বদলায় মানুষের মন।


কখনো ধবল পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়,
কখনো অঙ্গারসম কালো পাহাড়, চারিদিক অন্ধকার!
কখনো সাদা কালোর মাঝামাঝি কিংবা মিশেল।


রঙই বলে দেয় মেঘের তেজস্বী যৌবন কেমন হবে,
কিংবা কখন কোন সক্ষমতায় উপস্থাপিত হবে।
যেমনটা মানুষের মনের রঙ তার অবয়বে ফুটে ওঠে।


ঊষাকালের আর গোধূলির আলোয় নয়ন জুড়ানো মেঘের আভা যেন লাস্যময়ী তরুণীর উজ্জ্বল চেহারা!


তাই তো আমি রূপমুগ্ধ মেঘের ভেলায় ভেসে বেড়াই,
স্বপ্ন বুনি একটা মেঘলা আকাশ ডিঙাবো বলে,
মেঘের পাহাড়ের চূড়ায় উঠে ভিজতে জলে!


স্বপ্ন বুনতে বুনতে এগিয়ে চলছি জীবন সীমান্তের দিকে,


তবুও আমার আর মেঘের পাহাড় কেনা হয় না,
শুধুই দেখে যাই
পলকে পলকে, ঝলকে ঝলকে
মেঘেরা উড়ে যায় নীলাকাশের ছায়ায়
যেমনটা ছুটে চলি জীবনকে নিয়ে পৃথিবীর মায়ায়।


বড়লেখা || ২৩ জুলাই ২০২২ || রাত ৯.৩৫ টা।