দেশের জন্য রক্ত দিয়ে এনেছে যাঁরা স্বাধীনতা,
তাঁরা নয় তো সাধারণ কেউ, সাহসী বীরজনতা।


একাত্তরে দেশের জন্য করেছে যাঁরা মুক্তির লড়াই,
দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সবাই, করে না কভু বড়াই।


মুক্তিযুদ্ধ করেছে যাঁরা ছিনিয়ে আনতে স্বাধীনতা,
জীবন বাজি রেখেছে তাঁরা তাড়াতে পরাধীনতা।


একাত্তরের রণাঙ্গনের সাহসী যোদ্ধা আছে যত,
অন্যায় অবিচার জুলুম নির্যাতন করেছে প্রতিহত।


কেউ দিয়েছে রক্ত আবার কেউ দিয়েছে প্রাণ,
তাই তো বাংলা জ্বলে উঠেছে হারায়নি সম্মান।


মা-বোনেরা সম্ভ্রম হারিয়ে এনেছে দেশের মুক্তি,
আত্মসম্মান আর দেশপ্রেম ছিলো তাঁদের শক্তি।


হারিয়েছে সহায়-সম্বল, পঙ্গু হয়ে আছে জীবন ধরে;
মুক্তির যত যোদ্ধা আছে লড়েছে তাঁরা দেশের তরে!


ছিনিয়ে এনেছে যাঁরা স্বাধীন দেশ আর স্বাধীন পতাকা,
তাঁদের ত্যাগের ইতিহাস কখনো যাবে না তো ঢাকা।
__________________________
বড়লেখা || ২৭ নভেম্বর ২০২০ || রাত ২.০০ টা।