আজ ভোরের আকাশটা রাঙা ছিলো
দৃষ্টিটা দিগন্তরেখায় কাউকে খুঁজছিলো
দূর অজানায় কে যেন ডাকছিলো
অপরূপ শোভায় মনটা হারিয়েছিলো
ভোরের পাখিরা সমধুর সুরে গাইছিলো
ঊষার রঙিন আভায় মেঘেরা সেজেছিলো
পাখিদের কলতানে প্রকৃতি মুখর ছিলো
আকাশের ক্যানভাসটা খিলখিল হাসছিলো
মেঘেরা নানান রঙে দুরন্তপনায় মেতেছিলো
শ্রাবণের মেঘমালায় যুদ্ধবিরতি চলছিলো।


আজ ভোরের আকাশটা রাঙা ছিলো,
শুধু আমার আমিটা একাকিত্বে ভুগছিলো!


বড়লেখা || ০৭ আগস্ট ২০২২ || সকাল ১১.১০ টা।