নয়তো কালো, চাই মুষ্টিবদ্ধ হাত
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
হঠাৎ কেন প্রোফাইল থেকে মুখ লুকাচ্ছে সবাই;
ধর্ষণ বিরোধী প্রতিবাদের, নেই কী অন্য উপায়?


লুকানো মুখে আবার সবাই রঙ মেখেছে কালো!
এর চেয়ে ঢের কাজ দিতে, কন্ঠে আগুন জ্বালো।


সামাজিক যোগাযোগ মাধ্যম, নয়তো আর কালো,
মুষ্ঠিবদ্ধ হাতটা তুললে, তার চেয়ে হবে ঢের ভালো।


সাহস করে কন্ঠে সবাই, তুললে শ্লোগান কঠোর;
ধর্ষকদের আত্মা কাঁপবে, পঁচবে তাদের জঠর।


সবার কন্ঠে সমস্বরে যদি, জ্বলে উঠে একই শ্লোক;
ধর্ষকরা কোনঠাসা হবে, বিপক্ষে যাবে সব লোক।


ধর্ষকরা সব পড়বে ধরা, আইন-শৃঙ্খলার জালে;
আদালতের ফাঁকটি গলে, ছাড় পাবেনা সকালে!


ধর্ষকদের নিপাতে হোক যথাযথ আইন প্রয়োগ;
সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হলে, করবে সাজা ভোগ।


মা-বোনদের ইজ্জত-আভ্রু নয় বাজারের পন্য!
ধর্ষকরা বুঝতে শিখুক, দেশটা নয় তাদের জন্য;


ধর্ষণ নিয়ে ছিনিমিনি খেলেছে যারা হর-হামেশা;
জনগণের মুষ্টিবদ্ধ ঐক্যে, গুঁড়েবালি হবে আশা।


জাগো রে মানব, জাগো রে জাগো, রুখতে ধর্ষণ;
কালো রঙ না মাখিয়ে, মুষ্টিবদ্ধ হাতে কর গর্জন।


_________///  [ মোহাম্মদ দীদার হোসেন ]
১৯ অক্টোবর ২০২০;
সন্ধ্যা ৭.১৫ টা।