সেদিন থেকেই-
প্রতিটা কোমল ভোর কাটে তোমার অপেক্ষায়-
প্রতিটা স্নিগ্ধ সকাল কাটে তোমার অপেক্ষায় -
প্রতিটা তপ্ত দুপুর কাটে তোমার অপেক্ষায়-
প্রতিটা বিষন্ন বিকাল কাটে তোমার অপেক্ষায় -
প্রতিটা জ্বলমলে সন্ধ্যা কাটে তোমার অপেক্ষায় -
প্রতিটা অন্ধকার রাত কাটে তোমার অপেক্ষায়।


ঠিক সেদিন থেকেই,
নির্ঘুম রাত কাটে তোমার প্রতিচ্ছবি কল্পনায়-
নিদ্রা দেবী আসি আসি করে ফাঁকি দিয়ে চলে যায়!
হয়না সেবন ভোরের বিশুদ্ধ পবন -
দেখা হয়না উদীয়মান ভোরের তপন।
মুগ্ধ সকাল ঘিরে রাখে দৃষ্টির কুয়াশায় -
মনে হয় সময়ও কাটে ঘোর অমানিশায়!
অলস দুপুর কাটে গড়াগড়ি করে বিছানায় -
চোখ মুদিলে দেখি তুমি পরের আঙিনায়!
বিকালের বর্ণিল অবয়ব রঙ হারায়-
তবুও তোমায় খুঁজে ফিরি পঙ্কিল ধরায়!
গোধূলি সন্ধ্যায় হাহাকার জাগে মনে-
ভাবি, চলে গেলে তুমি কার সনে?


আচ্ছা! বলতো দেখি -
এভাবেই যদি হারিয়ে যাবে, তবে দেখা দিলে কেন?
এভাবেই যদি চলে যাবে,  তবে এলে কেন?
এভাবেই যদি নিরুদ্দেশ হবে, তবে দৃশ্যমান হলে কেন?
এভাবেই যদি নিখোঁজ হবে, তবে মায়া জাগালে কেন?


তোমার উত্তরের অপেক্ষায় -
তোমার প্রত্যাবর্তনের প্রতিক্ষায় -
তোমার খোঁজ পাওয়ার প্রত্যাশায়-
প্রতিটা নিশি-দিন-ক্ষণ বেঁচে আছি আশায়।