মেঘ! সাদা, কালো কিংবা পেঁজা যা-ই হোক,
অস্তিত্বে তার মিশে থাকে জল।
মেঘ গলেই হয় বৃষ্টি,
কত ধাঁছে, কত ঢংয়ে হয় ভূপাতিত, মাটির টানে।
অথচ,
তুমি সেই যে উপরে উঠলে আর নেমে এলে না!


আচ্ছা! বৃষ্টিজল কখনো কচুপাতায় পড়তে দেখেছ?
যেন মুক্তোদানা!
তবে যতক্ষণ সেটা পাতায় থাকে।
একটু হাওয়ায় দুলতেই, সেটা নীচে পড়ে যায়।
তখন সেটা বর্ণ-গন্ধহীন সাধারণ জলই!
আবার, একই বৃষ্টি ফোঁটা সাগরের ঝিনুকের পেটে গেলে নাকি মুক্তায় রূপ নেয়!


কি বিচিত্র!  তাই না?
একই জলের কত রূপ!
এই কী তবে যেমনটা সঙ্গ, তেমনটা স্বর্গ!


এখন তুমিই বলো,
বৃষ্টিজল হয়ে কচুপাতায় দুলবে?
নাকি ঝিনুক সেঁচা মুক্তা হবে?


জানি, অনেক দুস্প্রাপ্য-
তবুও কে চায় না মুক্তার মালা গেঁথে তৃপ্ত হতে!
_________________________
০৮ জুলাই ২০২১; বিকাল ৩.৩০ টা।