নিকষ কালো অন্ধকারে দেখি চাঁদের হাসি
হাসনাহেনার গন্ধ নাকে লাগে না যেন বাসি!
গভীরে রাতে পূর্ণিমার চাঁদ
কল্পলোকে পেতেছে ফাঁদ
ডাক দিয়ে যায় এমন করে চলতে পাশাপাশি।


দিনের আলোয় ম্লান হয় রাতের রূপালী চাঁদ
তাই তো বুঝি ভেঙে চলে সূর্যের খুশির বাঁধ।
প্রখর রোদে সিংহ তেজে
পোড়ায় চাম অনল সেজে
রেখে যায় কত যে স্মৃতি পুরিয়ে মনের স্বাদ।


বড়লেখা || ১২ আগস্ট ২০২২ || ভোর ৬.১০ টা।