পিঠ কতটা দেয়ালে ঠেকলে মানুষ ঘুরে দাঁড়ায়?
অত্যাচার, নির্যাতনেরও একটা সীমা থাকা চাই,
অবহেলা, অবজ্ঞারও একটা সীমারেখা টানতে হয়।


অন্ধকার যত ঘনীভূত হয়,
আলো ততই এগিয়ে আসে।
রাত যতটা গভীরে ঢুকে-
ভোর ততটাই নিকটবর্তী হয়।


প্রতিটা অমানিশার বিপরীতে আলোকচ্ছটা নিশ্চিত।


যেমন রাত তাড়াতে সূর্যটা আড়ালে থেকে বেরোয় জলন্ত মশাল নিয়ে।
ঠিক তেমনই একদিন দেয়ালে পিঠ ঠেকা মানুষগুলো ঘুরে দাঁড়াবে হৃতগৌরব আর অধিকার ছিনিয়ে নিতে!


০২ ফেব্রুয়ারী ২০২২ || ভোর ৬.৩৫ টা।