জি, হুজুর, জাহাঁপনা! এটা আমি মানি না;
বস ইজ অল রাইট, এটাও মনে করি না।


কাচুমাচু করতে করতে, হাত আমি চুলকাই না;
স্যার স্যার বলতে বলতে, মুখে ফেনা উঠাই না!


সাদাকে সাদা বলি, কালোকে বলি কালো ;
বিবেককে স্বচ্ছ রাখি, না বলুক কেউ ভালো!


অন্ধকারে ঢিল ছুঁড়ি না, জ্বালাই আগে আলো;
পিছনে কারো ছুরি চালাই না, করি শুধু ফলো।


নায্য অধিকার বঞ্চিত হোক, এটা নয়তো পছন্দ ;
সবার পাওনা বুঝিয়ে দিয়ে, তবে খুঁজি আনন্দ।


তেল মেখে কার্যসিদ্ধি, নয় কখনো কাম্য;
অযোগ্যদের কূটকৌশল, হয় না বোধগম্য।


স্বার্থের জন্য নীতি বিসর্জন, এ তো অসম্ভব ;
নীতি হীনতার উল্লম্পনে, পাইনা খুঁজে গৌরব।


জি, হুজুর, জাহাঁপনা! এ তো আমার সহে না;
বস ইজ নট অল রাইট, এটাই নির্ভেজাল ভাবনা।


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার ;
২০ জুন ২০২০ ; রাত ১২.২০ টা।