প্রমত্তা নদীর পাড়ে দাঁড়িয়ে -
ছলাৎ ছলাৎ ঢেউ দেখি আর যৌবন-তরঙ্গে ভাসি।
অতঃপর,
চোখ বুজে ভাবি,
বাতাসে দোল খাওয়া প্রিয়ার এলোকেশের ছন্দতাল!


নদীর ঢেউগুলো যখন আছড়ে পড়ে তীরে-
হারিয়ে যাই আমি তখন অযুত স্মৃতির ভীড়ে!


স্রোতের তোড়ে ভাঙ্গে দু'কূল, ভাসে কত নীড়,
প্রিয়ার দেয়া দুঃখে ধরে হৃদ-মাজারে চিড়!


তবুও আমি নদীর ঢেউয়ের মতো প্রেমের যৌবন বুঝি,
দূর সমুদ্রে জেগে উঠা চরে ভালোবাসার নোঙর খুঁজি।
_________________________
১৬ জুলাই ২০২১, রাত ০২.০০ টা