ঈদ এলে ছেলে বুড়ো করে হুল্লোড়,
খুকুমণি হাতে তোলে মেহেদির ফোঁড়।


ঈদ এলে শহরের অলি-গলি ফাঁকা,
লোকজন ছেড়ে যায় রাজধানী ঢাকা।


ঈদ এলে সারা গাঁয়ে পড়ে যায় ধুম,
খোকা-খুকি রাত জাগে চোখে নেই ঘুম।


ঈদ এলে গরীবের মনে নেই সুখ,
আঁখি সদা জলে ভেজা দুখ আর দুখ।


ঈদ এলে ধনী যারা দু'হাত বাড়াই,
ঘরে ঘরে আনন্দে ফানুস উড়াই।