চুপচাপ চারিদিকে, নেই কোন শব্দ
চাটগাঁর বুক ভেঙ্গে, সব যেন স্তব্দ
চিরতরে ঘুমাল, আমাদের গর্ব
এই বুঝি শেষ হল, বীর গাথা পর্ব ।


তুমি ছিলে একজন, নির্ভীক বীর
রাজ পথে প্রতিবাদে, উন্নত শির
কথার মানুষ আছে, তোমার আকাল
আমাদের অন্তরে, রবে চিরকাল ।


আজ তুমি নিথর, কাঁধে তোলা খাটে
বিদায়ের আয়োজন, লালদীঘি মাঠে
শোকে ভাসে দেশবাসী, করে শুধু মোনাজাত
তোমার ঠিকানা, হয় য়েন জান্নাত ।।