চোর ধরেছে হট্টগোলে, মধ্য রাতে ভাংলো ঘুম
কেউবা চোরের চুল কেটেছে, কেউবা দিচ্ছে ধুমাধুম
চোরের শাস্তি গণ শাস্তি, যত খুশি মারা যায়
কত চোর যে খুন হয়েছে, গণ মারের বিচার নাই ।


ছোট চুরির শাস্তি বেশী, বড় চুরি সম্মানের
দিন দুপুরে পুকুর চুরি, দম্ভ দেখায় স্ব-জ্ঞানের
সমাজ তাদের মান্য করে থাকে তাদের জনবল
পকেট মারের শাস্তি কঠিন, জুতোর মালাই হয় সম্বল ।


কেউবা করে জোচ্চুরি আর, কেউবা কাটে বনের কাঠ
কেউবা খায় নদী পাহড়, কেউবা আবার ব্যাংক ডাকাত
হর হামেশা তথ্য চুরি, এসব চুরির বিচার নাই
মসজিদে হয় জুতো চুরি, ধরা পড়লে রেহাই নাই ।


আরো একটা আছে চুরি, যাকে ঢাকে রাজনীতি
নামটি যে তার খুব চমৎকার, আইনের ভাষায় দূর্নীতি
বি,সি,এস করা আমলা আছে, মন্ত্রীরাও থাকে এ কাজে
দেশের সম্পদ লুটেপুটে, সুযোগ বুঝে সঙ সাজে ।


আইন আদালত তাদের কাছে, টাকায় কেনা আস্তানা
দেশ চলে যাক জাহান্নামে, দূর্নীতিতে নাই মানা
দূর্নীতিতে বাংলাদেশ আজ, বিশ্ব জোড়া নাম ডাক
এসব চুরি বাড়ছেই যখন, ছিচকে চোররাও বেঁচে থাক ।।