ভুরি ভুরি অর্জন ঝুড়ি, বলে তবু কিচ্ছু নাই
উঠোন ভরা গড়ীর বহর, মনের ঘরে শান্তি নাই
প্রাসাদ দেখে নয়ন জুড়ায়, আরো একটি নতুন চায়
হাতে গলায় সোনায় মোড়া, মগ্ন থাকে কোন নেশায় ।


ব্যাংক হিসেবে টাকার পাহাড়, লোক ঠকিয়ে কামানো
উপরি নেওয়ায় হাত পাকা তার, যায় না তারে থামানো
কথায় কথায় ধর্মের কথা, নামাজ পড়ে সমানে
টাকার নেশায় চুর হয়ে সে, সুযোগ খুঁজে সবখানে ।


কেনাকাটায় কোলকাতা বা, সিংগাপুরে যায় চলে
দেশের পণ্যে মন ভরে না, কি আসে যায় ভাল হলে
পড়া লেখায় ডিগ্রী ভারী, তবুও সে জ্ঞান পাপী
পরের দুঃখে ভেংচী কাটে, খুশিতে করে লাফালাফি ।


বিপদ আপদ কারো হলে, বলে এটি পাপের ফল
নিজের হলে হৈহুল্লোড়, যখন তখন চোখের জল
নিজের বেলায় ষোল আনা, অন্যের বেলায় পাত্তা নাই
আসে পাশে খুঁজলেও পাবেন, এমন লোকের অভাব নাই ।।