আমি আমাকে হারিয়ে হেটে চলি সিন্ধু তটে,
যেখানে তোমার হাসির মুক্ত ঝড়ে।
ক্ষণে ক্ষণে মনে হয় আমি যেন
হারিয়েছি সায়র এর লোনা জলে!
পরক্ষণেই নিজেকে আবিষ্কার করে দেখি
ইহা নয় কভু সমুদ্রের অম্বু,
এতো সেই সুনয়নার চক্ষু
যেখানে জোয়ারে হয়না কখনো বৃষ্টি।


তোমার ওই ঘন কালো লম্বা কেশ দিয়ে
যখন মুখ কিছুটা ঢেকে রাখ!
তখন মনে হয় যেন এক টুকরো কালো মেঘ
চাঁদ কে আড়ালের চেষ্টায় মত্ত।


রাতে আড়াল হওয়া সূর্যের মতো লুকিয়ে থাকা তুমি ভোরের রবি হয়ে জানি একদিন আসবে এই শহরে। সেদিন আমার শহরেও বসন্ত আসবে,
গাছে-গাছে ফুলেরা ফুটবে, পাখিরাও গাইবে।
প্রকৃতি জানান দিবে ফিউচার ছুয়েছে বর্তমানের দ্বার,
তখনই অবসান ঘটবে এই দীর্ঘ অপেক্ষার।