আজ থেকে ১৯ বছর আগে
দেখা হয়েছিল তোমার সনে সেই মিউজিয়ামে
গল্প করছিলে তোমার সখীদের সাথে
হঠাৎ করেই একটা কথা কানে এলো আমার
আমি হাঁটা থামিয়ে শুনছিলাম
তোমার মধুর ও চঞ্চলতার সুর
বললে, অতিশয় ভদ্র ছেলেদের সাথে মেয়েরা প্রেম  করে না
আমি যেচেই বলে উঠলাম,
তাহলে কেমন বন্ধু তোমার পছন্দ?


তুমি হাসতে হাসতেই বললে,
তোমার মতো দুষ্ট মিষ্ট বন্ধু
তারপর দুজন চলে গেলাম দুদিকে।


বাসায় এসে বারবারই কানে বাজছিল
তোমার ঐ মিষ্টি হাসির কথা
আমার চারিদিকে অনুরণন হতে লাগলো সেই সুর
তখন থেকেই মনে মনে তোমাকে নিয়ে ভাবনা
কিন্তু কি তোমার ঠিকানা জানা ছিলোনা আমার
আমার দেখা প্রথম তুমি সেই প্রেয়সী
যাকে আমি নাম দিয়েছি মায়া
যার মায়াবী মুখচ্ছবি ও সুমধুর ধ্বনি
আমার হৃদয় রাজ্যে ঝংকার তুলেছে
সেই ১৯ বছর আগে।


মনে আছে সেই বৃষ্টি ভেজা দিনে
তুমি আমি ভিজছিলাম আমাদের বাড়ীর ছাদে
নীল শাড়ীতে নীলাদ্রি লাগছিলো তোমায়
তোমার চুল চোখ নাক বেয়ে
টপটপ করে গড়িয়ে পড়ছিলো বৃষ্টির পানি
আমি দু'হাতে কোষবদ্ধ করে তুলে নিলাম সেই


টপটপ করে ঝরে পড়া মুক্তার দানা
আমার মুখমন্ডলে মিশিয়ে নিলাম তা
আমার দেখা প্রথম তুমি সেই নির্ঝরিনী
যাকে আমার হৃদয় রাজ্যের পুরোটা জায়গায় বসিয়ে রেখেছি যুগ যুগ ধরে
আমাকে একা রেখে যেওনা নির্ঝরিনী
বাকীটা জীবন তোমার প্রেম যমুনায়
থাকতে দিও আমায়।