এখনো আমার ভোর হয় তোমায় ভেবে
একগুচ্ছ গোলাপের সুগন্ধি মাখা শুভকামনা
আশা করি এখনো আমি
আজও আমি গিয়েছি
আমাদের সেই বাঙলো বাড়ির বাগানে
যেখানে নানান ফুল আর প্রজাপতিরা খেলা করে।


বকুল তলার বেঞ্চিতে গিয়ে বসলাম
সেই মিষ্টি ঘ্রাণ, স্নিগ্ধ হাওয়া, চোখজোড়ানো প্রকৃতি
কিন্তু একা, বড্ড একা
অভিমানেরা বসত করেছে তোমাকে নিয়ে
তুমি তাতে মত্ত হলে অকারণে
যতোই বলি হয়না কো প্রেম
যখন তখন যে কারো সনে।


আমি তো আছি সেই আগের মতোই
একটুখানি বোকা কিন্তু ভীষণ খাঁটি
ভুলের উপর ভুল করি ঠিক
পরক্ষণেই বুঝতে পেরে করি কান্নাকাটি।
তারপরও তোমার হয়না শান্তি তাতে
খোঁচা খুঁচি করেই শান্তি তোমার মিটে।


আমি তো সেই আছি আগের মতোই করে
বর্ণমালার সাথে সন্ধি করি রোজ
যখন তখন ধরি হেরে গলায় সুর
কন্ঠে সাজাই কবিতার সব পঙক্তি মালা
ভালোবাসি কবিতা, গান আর সরলতা
তাই বলে হয়ে যাইনি কারো মনের রাধিকা
আছি আমি সেই মাধবী
যার মায়ার টানে বেঁধেছিলে সুখের তরী
শুধু একটা কথা শুধায় তোমায়
আমি যেমন ছিলাম তেমনই আছি।


যতো বলি হয়না তোমার তাতে
তুমি বুঝোনি, বুঝতে চাওনি
অবহেলার জলরাশিতে
ভরিয়ে দিলে মোর হৃদয়খানি  
এমনি করেই চলতে গেলে হারিয়ে যাবো একদিন
চলে যাবো সেই দূর দেশে
যেখান থেকে আসেনা কেউ কস্মিনকালে।