শুভ্র, সারাক্ষণ তোমায় ভীষণ মনে পড়ে
সারাক্ষণ মনে পড়ে
তবে কি আমি তোমায় ভালোবাসি?
তা তো আমি অনেক কিছুকেই বাসি,
কিন্তু, ওসব কিছু তো আমাকে ভাবায় না
আমার ভাবনা জুড়ে কেন তুমি বসত করো?
সকাল থেকে  সাঝে হানা দেও এই বুকের মাঝে
চিনচিন করে ব্যথা হয় সুখের পরশ পাবার তরে।
তাহলে সেটা কি ভালোবাসার থেকেও অধিক কিছু?
হলেও হতে পারে,তা না হলে কেন এমন হবে?
মরে যাই, মরে যাই, শ্বাস নিতেও কষ্ট হবে?
নিশ্চয়ই সেটা ভালোবাসার চেয়েও বড় কিছু তবে।
তোমার কথা, আমার প্রতি তোমার যত্ন, ভালোবাসা
আমাকে উষ্ণ করে তোলে
মনে হয় কোনো এক স্বর্গ উদ্যান থেকে চোখ মেলে তাকিয়ে দেখি তোমাকে আর প্রশান্তির শ্বাস নেই মন খুলে।
তবে কি আমি তোমার প্রেমে পড়েছি?
না নাহ্ তা হবে কেন?
প্রেমে তো আমি অনেক কিছুরই পড়ি,
যেমনটা পড়েছিলাম গতকাল এক পথশিশুর
তবে কি সেটা প্রেমের চেয়েও অধিক কিছু
তা না হলে কেন আজও চেয়ে থাকি সেই  পথ পানে
কেন তোমার শুভ্র সজীব চেহারা শুধু ভাসে সম্মুখ পানে
কেন মনে হবে তোমার মিষ্টি কথা আর হাসিমুখ দেখে
পারি দিতে পারবো এই জীবন তরী!