বন্ধু মানেই বিশ্বাস, আস্হা, ভরসা
হাজারো মানুষের ভিড়ে শুধু তাকেই খোঁজা
তাকে নিয়ে স্বপ্ন দেখা তাকে নিয়েই সকল আশা।


বন্ধু মানেই হাতে হাত রেখে বিশ্বটাকে দেখা
কারণে অকারণে অভিমানেও হাত না ছাড়া
সবার সামনে ছোট না করে একান্তে কান মলে দেয়া।


রক্তের সর্ম্পক ছাড়া খুব ঘনিষ্ট যে সর্ম্পক থাকে
সেটা হলো বন্ধুত্ব
তাই তো আছি, থাকবো আজীবন হে আমার সুজন!


বন্ধু মানে একটু পাগলামি খানিকটা বোকামী
স্বার্থপরতাকে বিসর্জন দিয়ে সম্পর্ককে গুরুত্ব দেয়া
একদিন দেখা না হলেই মনে হবে হাজার বছর হয়নি দেখা, দেখা হলেই ক্ষেপে গিয়ে আবল তাবল বলা।

বন্ধু মানেই তার সাথে সময় কাটাতে ভালো লাগা, কথাগুলো মুগ্ধ হয়ে শুনা, চোখ বন্ধ করে অনুভবে স্বপ্নের সাগরে ভাসা, মনের মাঝে সুখের পরশ লাগা
দুঃসময়ে কেউ না থাকলেও বন্ধু শুধু থাকা।


বন্ধু মানে ভীষণ কাছের যার কাছে খুলে দেয়া যায় মনের খাতা,
দুঃখ পোষা পাখীটাকে তাকে দিয়ে দেয়া
বন্ধু  মানে পাশে থাকা করবে না কখনো পর
বন্ধু মানে হৃদমাঝারে রাখবে  জনমভর।