অনেকদিন পর হুট করেই চলে এলে, এসেই তুমি আমাকে চাইছো একান্ত আপন করে। আচ্ছা সত্যি কি ভালোবাসো তুমি মোরে!
            যদি সত্যি ভালোবাসো তবে কেন অকারণে রইলে দূরে!
            এক-একটা রাত নির্ঘুম কাটিয়েছি, চোখের কোনে ক্ষত হয়েছে লোনা জলে।
            দিবস আমি পাড়ি দিয়েছি অর্ধাহার ও অনাহারে, চারিদিকে নানান খাবার আর সাজসজ্জা
            কিছুই ভালো লাগেনা তোমার বিনে!
            এই যে হুটহাট করছো পাগলামি আমিই নাকি তোমার অর্ধাঙ্গিনী!
            যদি তাই হয় তবে কেন যত্নে আগলে রাখছোনা তোমার বাহুডোরে!
            চব্বিশ বছরের যুবকের মতো নেশায় পেয়েছে তোমারে, চোখে শুধু রঙিন স্বপ্ন
            আমায় নিয়ে উড়তে চাচ্ছো সূদুর নীহারিকা ও দ্বীপপুঞ্জে, শুধু আমার সঙ্গ চাইছো
            সত্যি কি ভালোবাসো মোরে!
            এই যে হাসি, ঠাট্টা, পাগলামি কথায় কথায় কবিতা, গল্প বলা, সবসময়ই জানতে চাও কেমন লাগে আমার তোমার সাথে সময় কাটাতে!
            যখন জানতে পারো তুমিই আমার সকাল দুপুর সন্ধ্যাবেলা, প্রশান্তিতে তোমার বুকের মাঝে  আনন্দের ঢেউ উঠে,
            আচ্ছা যে তোমার আনন্দের ধারা, তাকে ছাড়া কি করে কাটালে এতোটা বেলা?
            জীবনটা নিতান্তই ছোট্ট অতি, হুট করেই থেমে যাবে এর বহমান গতি
            তবে কেন পারিনা আমরা  সহজ করে  এগিয়ে নিয়ে যেতে জীবন তরী!
            জানিও তোমার জবাব চিঠি ভাষায় চম্পা ফুলের ঘ্রাণে
            আছি আমি সেই আশাতেই, এক মন এক প্রাণে।