মাঝে মাঝে ভীষণ একা লাগে
মনে হয় সবাই থেকেও কেউ নেই
তুমি নামক মানুষটার জন্য
বুকের মাঝে চিনচিন
ব্যথা হতে থাকে ।


ভীষণ ইচ্ছে হয়, হাতটি ধরে হেঁটে চলি
দূর থেকে দূরান্তে।


কখনো কখনো মনে হয়
তুমি আমার অনেক আপন
বুকের মাঝে আগলে রেখে
যাকে আমি করি অনেক যতন
ঠিক আমার প্রিয় বেলীর মতন
একটুপর পর স্পর্শ করি
লোকচক্ষুর আড়ালে একান্ত আপন করে রাখি ডাইরির পাতার ভিতর।


কখনো কখনো মনে হয়
তুমি আমার অন্যরকম একটা পৃথিবী
যার আলো বাতাস সবই যেন আমার অনুকূলে
আমি বিশুদ্ধ হতে চাই সেই বায়ুমন্ডলে
আমি বন্দী হতে চাই তোমার বাহুডোরে
সবকিছু বিলিয়ে দিয়ে বিবশ হতে চাই তোমার মাঝে।


তুমি বললে আসছে না কোনো গল্প তোমার
কলমের কালিতে !


এই দেখো আমি আছি তোমার পুরোটা হৃদয় জুড়ে
লিখো তোমার মনের জানালা খুলে দিয়ে
তোমার মায়া বসে আছে তোমার পাশে
শুধরে দিবে সকল ভুল
সাজিয়ে দিবে রঙ তুলির আঁচড়ে
যদি পারো ভালোবাসতে
সেই ঊনিশ বছর আগের মত করে।