রত্নগর্ভা মা আমার
কলমে - দিল আফরোজা রুনা


“মা” সবচেয়ে মধুর একটি শব্দ
যেখানে জড়িয়ে থাকে সকল ভালোবাসা, মায়া,
মমতা, স্নেহ, শ্রদ্ধা
এবং স্বর্গের এক অন্যরকম অনুভূতি।


আজও মনে পড়ে,
সেই সোনালী সময়ের কথা
যেদিন তুই এলি আমার কোল জুড়ে
দুনিয়ার বুকে আমার মতো সুখী মানুষ
মনে হয় আর কেউ ছিলোনা এই পৃথিবীর বুকে
এই কথাটি মায়ের মুখে এখনো শুনি
আর স্নিগ্ধ আবেশে ভরে যায় আমার হৃদয়খানি।


মায়ের শিক্ষা, মায়ের যত্ন
আজ আমাদের আজকের এই অবস্থান
মায়ের পুরো জগত জুড়ে ছিলাম আমরা পাঁচ জন
কি করলে তার বুকের ধনেরা ভালো থাকবে
সেদিক থেকে তিনি ছিলেন দারুণ সচেতন!


মা আমাদের সকলকে দিয়েছেন সমানতালে শিক্ষা এবং দীক্ষা
মায়ের দেয়া শিক্ষাকে পুঁজি করে এখনো হয় আমাদের পথচলা
তাই তো, আমরা পাঁচ জন আছি আলহামদুলিল্লাহ।


তোমার গর্ভে জন্ম নিয়ে ধন্য আমরা
কেউ ব্যবসায়ী, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সাংবাদিক,
কেউ আবার কবি-সাহিত্যিক-বাচিক শিল্পী,
স্ব স্ব অবস্থানে সফল আমরা আল্লাহর রহমতে।


তাই তো তোমাকে বলে সবাই
হে মা আমার, সত্যি তুমি অনেক ভাগ্যবতী,
তুমি এক সার্থক মা, তোমার গর্ভ হয়েছে সার্থক,
তাইতো তুমি আজ "রত্নগর্ভা মা" ।


ভালোবাসি মা তোমাকে আমি অনেক ভালোবাসি !