ঝলমলে দিন দৃষ্টিবিলাস
অর্থহীন আশার স্বপ্নে মোড়া ।
শক্তপোক্ত পাখনা তবুও
কেবল ওড়া এগাছ ওগাছে  
জীবনের দরকারে  
অবাক করা পাখি ওরা…  কাঠঠোকরা ।


শব্দ ক’রে যখন তখন গর্ত খোঁড়ে  
হেলে পড়া তালগাছে, আমার শহরে  ;  
হয়তো বা উঁচু পাইন সারি সারি  বৃক্ষশ্রেণী
অরণ্য প্রান্তরে ।


একা কোকিল - কুহু রবে মন কেমনের সুরে    
শীত শেষে বসন্ত সকালে ;
নিঝুমরাতে বন্ধ চোখে  স্বপ্ন খ্যালে
তোমার আমার হৃদয় কোটরে ।


দোসর খুঁজে কোকিল পেল কি-না,
খোঁজ রাখিনা………  
হারাই আমি বারে বারে নিজের ঠিকানা ।


আবার এই বসন্তে চনমনে সুর
লাউড ফ্যাং পিকাস -  ক্লী…ক্লী…ক্লী ;  
কেবল সাথীই শোনে মধুমাখা ধারাবাহিক কলি……  
‘সার্স’ অভিশাপে - কাঠঠোকরা-শ্রী ।      


* ‘পিকাস’ (Picus) - পিকাস হল কাঠঠোকরা পরিবারের একটি প্রজাতির পাখি।
গ্রীকপুরাণে ইনি ছিলেন এক সুদর্শন দেবতা । ভবিষ্যত জানার জন্য কাঠঠোকরা পাখির ওপর বিশ্বাস ছিল …
* ‘সার্স’ (Circe) - এই গ্রীক পুরাণে জাদুকরী দেবী । ‘পিকাস’ এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রেম নিবেদন করে ।
কিন্তু পিকাস  তার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হতে অস্বীকার করায় সার্সের অভিশাপে আজ সে কাঠঠোকরা ।