আঁধারের ঘোর কাটে
বদলায় আকাশের রঙ ;
জাদুবশ মায়াজাল কেটে ঐ পথ  
শোনে গান চেতনার পল্লব  -  
এই মন  নিঝুম নিরালায় ।  
  
উৎসাহী শব্দের কিলবিল মিছিলে
রাত জাগা ফাল্গুনে রাজ্যির চেঁচামেচি -
অসময়ে জড়ানো সাপ নোঙর কাছি ।    
খসখসে সাদা পাতা
ধোঁয়াশা সাজায় কথা……
উদাস স্বপ্ন বেলায় ।  


বরাসন বিজ্ঞ দল
খোঁজে মানে অতল তলে ;  
যা ছিল একান্তে বলা
চকমকি রাংতায়,  ডিজিটালে ।  


দিন কাটে চেন...  
তবু মাঝপথে কূটাভাস বিউগল শোনা ।
প্রজাপতি নানা ঢঙে
গোধুলির রঙে মিশে,
ডানা মেলে ভাসে বাতাসে ।


যুক্তির অবসাদ ফেরে রাত,
পরাবাস্তববাদ ।
স্বপ্ন আবার সেই
‘সাপ আর নোঙর কাছি’ ।  


কাঁসার বাসনে চাঁদ
ঠিকরানো আলোতেই আছি ।