বিন্দু বিন্দু জলের কণায় তৈরী জাল
জাঁকিয়ে বসা শীত সকাল ।  


অনেকটা পথ পেরিয়ে শেষে
ভাবি বসে
নাড়লে কড়া হঠাৎ তুমি এসে ।  


ওই যে পাখি উড়ে গেল
ছোট্ট মিষ্টি ডাকে,
ভোরের কুঁড়ি টগবগে দোল
সবে ফোটার আশায় ;    
পাহাড় ধাপে উঁচু গাছের সারি
আকাশ ছুঁতে চায় ।


একরাশ খুশি খুশি
উঠলো বাতাস নেচে    
বেসামাল পাল তোলা নৌকা ।
আলিঙ্গনে মাখামাখি প্রভাত কিরণ আমায়
ত্বক ছুঁয়ে আয়েশি ঊষ্ণতা
করলে শোধ, সবটাই হারাবো ;


ভালো আছি, ছোট্ খাটো পাওনা ইশারায় ।