তলানিতে রবির খেলা, ঊর্দ্ধমুখী ছটা ;  
ভাবলে ভোর হয়তো নয়, কালো মেঘের ঘটা ।  
হ্যাংলা বাদল ;
সাত সুরেতে বেগরবাই পা-ধা ।  


বিলের জলে পা ডুবিয়ে ধুক্‌পুকানি বক -  
জোনাকিরা আঁধার বুঝে ভিজে গন্ধ শোঁকে ;  
মন্দাকিনী গলিয়ে বরফ নীরব অবতরণ,    
ভাগীরথী অভাগা দুখ, হতাশ আখর আঁকে ।    


জমকালো পট আলোকমালায়,
বনানি বেমানান ;            
মনের আবাস শুধু তুমি...
খোয়াবী কবির মান ।    
হাওয়া কেটে, ধুন-তোলা-গুন
পাখনা ভোমর নই,  
রাধা-রমণ... সূচ গাঁথুনি
হাতেও নেই বাঁশি ;  
নেকড়ে নই, শেয়ালও নই, নেই বীভৎস রব -  
লুসিফেরিন আলো জ্বেলে
কেবল স্বপ্নে ভাসি ।  


‘গুটিয়ে ঠোঁট অল-ইজ-ওকে’
দিতে পারি শিষ......    
চোখ আমার কপাল ছুঁয়ে
ব্যারেল-আই ফিশ(Barreleye Fish)।