ভুবন জুড়ে এই আসরে খুল্লাম খুল্লা ভাষ্য
প্রায় সকলের প্রোফাইলে বিমোহিত লাস্য ;  
আবার কেউ আমার মত,  
চোখে মুখে বেদনাহত        
আকার সাকার দোমড়ানো টিন বাক্স ।                


ঘন সবুজ নিম পাতার আড়াল......
শিশু ভোলানো সুরে, হেলেদুলে          
অন্য বনের টিয়া  
ডাক দিয়ে যায় চলে ।  


ইচ্ছে দ্যাখে - খোলামেলা আকাশ  
চিল শকুনের রগড় সহবাস ;  
‘জোর যার মুলুক তার’ – মাগনা কথা নয় ।  
কেড়ে নেওয়া
পথের শিশুর ভিক্ষে পাওয়া রুটি,  
লম্বা ঠোঁটের ফাঁকে ।


সংবিধানে নতুন ধারা - নয় বাই ছয় ।


লেখনী তার এপাশ-ওপাশ বাহার ছন্দ জোড়ে  
বখাটে ভাবনা,  
ধার করে সঞ্চিতা বা সঞ্চয়িতা নেড়ে ;  
নকল করা দামী কবির, সমাজ চেতনা ।


ছন্দ গোনে শব্দ মেপে চোখামোখা পাঠক -
আড়াল ঝোপে মনভোলানো টিয়া -
কাকাতুয়ার শ্যালক ।  
ভিজে মাটি, করোনা ভাইরাস ;  
ঘন সবুজ জিগির, কচি তালের শাঁস ।    


বেশ তো এই সুখ….
দরকার কী প্রোফাইলে মাকাল ফলের মুখ ।  


মন্তব্যে ফ্রি-ফেয়ার ভোট
আসরের প্রিয়ংবদ কবি,    
প্রোফাইলে কপি-পেস্ট মন্তব্যই কাফি ।    


*দামী কবি > প্রথিতযশা লেখক  
*মন্তব্য > Social media post & comment


আমার কথা – এই লেখা আসরের প্রিয় সদস্যদের (পাঠক বা লেখক) প্রতি অশ্রদ্ধা বা অবজ্ঞা নয়। এই ধৃষ্টতাও নেই। এটাও ঠিক এই আসরের শ্রদ্ধেয় অনেক সদস্য প্রোফাইলে ছবি না থাকায় অনুযোগ করেছেন । এটা base line ধরে identity বিহীন হঠাৎ গজিয়ে ওঠা নেতাদের (বিশেষতঃ আমার দেশ ভারতে) রমরমা ভাবের ওপর নিছক রম্য রচনা ।  
প্রিয় সদস্যদের শুভেচ্ছা ও ভালবাসার খাতিরেই আমার এই সাহস । ভুলচুক থাকলে ক্ষমাপ্রার্থী । খোলাখুলি মন্তব্যে ধন্য হব ।
আসরের সকল প্রিয় কবি বন্ধুদের জানাই শুভ ৺বিজয়ার আন্তরিক প্রীতি, ভালবাসা ও শারদীয়া শুভেচ্ছা । সহজ স্বাভাবিক হয়ে উঠুক আমাদের বেঁচে থাকা ।