ভিজে তোয়াল ঝুলে থাকার বিকল্প ঘর,
গান গেয়ে যায় টনটুনি এক্সহষ্ট খোপ ;  
ভাবাবেগে স্বপ্ন খোঁচা চাগিয়ে দেয় জেদ -  
এই তো বেশ ! ফোয়ারা স্প্রে
দামী কথায় স্নান ।

চেতনার ভাঙা চাঁদ, ছুঁয়ে গঙ্গাজল ;
মুঠো বন্দী চড়াই বুক ঊষ্ণ অস্থিরতা,  
কদম-ছাঁটা মেঘ চুমে বিগলিত আকাশ,  
আন্দোলিত ইলশেগুড়ি কল্প জটিলতা ।    


কাকের ঠোঁটে দানের রুটি
জানলা গরাদ ফাঁকে -  
হোঁত্কা বেড়াল প্রতিবেশী  
অসম্ভব লোভ ;  
বাস্পায়িত ইস্‌-কি চোখ
বাঘবন্দী বাঘা  
ইঁদুর ছানা খুন হয়েছে রাতে ।  


ঘাস মাটিতে খয়েরি জাম  
দ্বিমত ঘেরা কাব্য ;  
চোর-পুলিশ রাহাজানি
মীমাংসিত ক্ষোভ ।


গায়ের বধু মাপে না জল
ক্লান্ত-কলস কাঁখে ।