গনগনে আঁচ আঁধার রাতে গাঁয়ের হাটে  
ভুল হয়ে যায় বাতিস্তম্ভ দেখায় দিশা ।  
রঙ মিলিয়ে পোশাক-আশাক বাহানা নেই
মন কেমনের ডিও তবু সাজ টেবিলে ।    


বদখেয়ালি সত্যিগুলো কাঠপিঁপড়ে
কুটুস করে ছোট্ট কামড় অঙ্গে জ্বালা ।      
ভাগের ছাতায় বর্ষার জল দুটো কাঁধেই    
গিঁটে গিঁটে লম্বা সুতোয় ঘুড়ি ওড়ে ।  


গোলাপ রঙে প্রজাপতির মাতাল দৌড়
চেনাজানার মানদণ্ডে অসম দোল ।
ভালবাসার ঘনত্ব মাপ বন্ধ চোখে  
আহরণে খণ্ডিত চাঁদ ভাঙ্গা প্রহর ।  


সোহাগ কেবল দণ্ড দুই বিন-নোটিশে  
মাদল বোলে নাড়ির নাচন পাওনা যাচে ।
ডুবিয়ে নেশায় ডায়োনিসাস মুচকি হাসে  
বকুল চাঁপায় ভরা ডালি হিসেব কষে ।  


‘স্বাগতম’ সদর দোরে ফাঁকা বুলি
বাক্যি-বোঝা বদহজমে কাকাতুয়া ।    
‘ডগমগে সুখ’ লাজুক ভাষা রাত পোহালে
কাঁধ ভেজে না ছাতার মাপ বন্ধু জানে ।


• ডায়োনিসাস - গ্রিক পৌরাণিক কাহিনি ‘ডায়োনিসাস’ ফসলের এবং মদের দেবতা । মদের দেবতার পাশাপশি বলা হয় সভ্যতার উন্নয়নকারী, আইন প্রণেতা ও শান্তির প্রেমিক ।
• এখানে, ‘স্বাগতম’(you are welcome)ও ‘ডগমগে সুখ’(my pleasure)দুটো চলমান প্রচলিত  বাক্য ।