ইট বাঁধানো শক্ত চাতাল আকার চৌকো  
লম্বা চওড়া বহর বেশ বড় ;  
পুরনো বট দাঁড়িয়ে নীরব একা
চারদিকে গোছা গোছা ঝুড়ি ।
পুরোহিতের চাটাই আসন গোলাকার বেড়ে
পাথর খোদাই শিব দুর্গা কালী ;  
ভুল হয় না যাতে
বটের, কোনটা আসল গুড়ি ।  


ডালপালার ফাঁক গলে
দূরবীণে চোখ রেখে ;  
দেখলো চাঁদের বুড়ি -  
বাংলা হরফ, নাম তারিখে শ্বেতপাথরের ফলক ।  


ছিল একটাই রাত,  
ভিন দেশের পরী সেজে দিয়েছিলেম সাথ ।
দুলেছিলাম ঝুলে থাকা ঝুড়ির দোলনায়……
দিনমণি বাজিয়েছিল সতর্কের বাঁশি -  
ডেকেছিলে নতুন নামে তখন
‘কৌমুদী’ আর কি হবে দেখা ?  


এসেছিলাম আর একদিন,
এই চাতালে সমারোহ মজলিস
মধ্যমণি তুমি ।
বাংলা হরফ, নাম তারিখ শ্বেতপাথরের ফলক ;  


‘কৌমুদী’ শান বাঁধানো সড়ক ।