পূবের আকাশ,  ধূসর বরণ
পায়রা ঝাঁকে দুরন্ত কোলাহল
দেখেছিলাম নাম না জানা রূপসী  ঘাসফুলে
এক দুরন্ত শ্তদল ।


সুরম্য সকাল -
বৃষ্টি ভেজা টগর পাতার জল  
ঝরে পড়লে মাথায় ;  
ভেবেছিলাম বলবে কথা আমার সাথে, একান্তে………  
লাফিয়ে বেড়ায়  ঐহিক আনন্দ -
গুমোট  হৃদয় প্রান্তে ।  


পেছন ফিরে হেঁটে এলাম অনেকটা পথও  
কার্বাঙ্কল শুকিয়ে গেছে রেখে গেছে ক্ষত ।  


সাত কাহনের গল্প শোনায় ওরা -
আরশোলা, ধেড়ে ইঁদুর, কাটুস পিঁপড়ে লাল ……
ন্যাজ, ডানা নেড়ে দেয় সুরসুরি  
চেখে নেয় হাল ;  
এই আমি…… ঐ আকাশের নীচে  
গেয়েছিলাম  রাগ বিহাগে খেয়াল ।  


ডোবার ভিজে মাটি তুলে
গড়ে উঠলো ঢিবি ;
মগজের কেঁচোদের দৌরাত্মির জাল ।  
চটজলদি পড়ে  নিলাম লেখা
ভাববে ভুল - সাহসী সে, বেপরোয়া দামাল ।


খোলা জানালা্য আমার ছোট জগত  -  
ইস্কুলের যূথী ;  
ভেসে বেড়ানো গুচ্ছ মেঘের সাথী ……  
গাঁথে মালা আকাশ পাতাল ঝিলে  
অস্ট্রেলিয়ার ঘাস ফুলে  ফ্রিল -
উড়ন্ত হাঁস অর্কিড ;  
লেবেলাম আচরণে দোলে ।


উড়ন্ত হাঁস অর্কিড >   Flying Duck Orchid


লেবেলাম > Labellum > একটি অর্কিড ফুলের পরিবর্তিত বড় আকারের  পাপড়ি এবং অন্যান্য পাপড়ি থেকে এবং sepal থেকে আলাদা ও স্বতন্ত্র ।  এটি প্রায়শই কলামের (প্রজনন কাঠামো ) সাথে একত্রিত হয় এবং পরাগায়নের সুবিধার্থে চলমান হতে পারে।
লেবেলামের পিঠের দিকে  এক  শক্ত  মাংসল পিণ্ড, কলাস (Callus ), যেটা আকর্ষণীয় রং দিয়ে  পরিবর্তিত হয় এবং পরাগায়নকারীর ছলনাইয় সাহায্য করে ।