রঙিন গেলাসগুলো ডিনার টেবিলে
কিছুক্ষনেই রাত হয়ে যায় দিন ।

খোলা বুকে অমন করে তাকিয়ে !
ঢেকুর ‘অম্বল ‘
হয় কি শোধ এই সকালের ঋণ?

ভুলতে কষ্ট !
জিভ তো ভোলেনি  স্বাদ
গাওয়া ঘিয়ে লিপ্ত এই তর্জনী
ছিল হবে কোনদিন ।

আমি আমার কবিতা
পাসওয়ার্ড বন্দী ব্লগ……।
এক্সটেনশন কর্ড ঐ কানে ;
সুললিত গাথা হয় নি সুইচ ‘অন’
তবুও স্মরণে ।

‘ মন কেমন নয় ‘
বড়ই বেমানান এখন এখানে ।